সত্ত্বাধিকার হারিয়ে রি-রেকর্ডিংয়ে টেইলর সুইফট

টেইলর সুইফট। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেইলার সুইফট তার প্রথম ৬ অ্যালবামের রি-রেকর্ডিংয়ের কাজ শুরু করেছেন।

মিউজিক মোঘল স্কুটার ব্রাউনের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ ছিলেন। সম্প্রতি টেইলার সুইফটের ছয়টি অ্যালবামের স্বত্ব এক ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন ব্রাউন।

৩০০ মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যালবামগুলোর সত্ত্বাধিকারী হয়েছে শ্যামরক হোল্ডিংস। ফলে  নতুন করে আবার ৬ টি অ্যালবামের কাজ শুরু করেছেন সুইফট। এই অ্যালবামের গানগুলো তিনি একটু অন্যভাবে গাইবেন। কেমন হবে নতুন সংস্করণের গানগুলো তার ঝলক টুইটারে প্রকাশ করেছেন তিনি।  ২০০৮ সালের লাভস্টোরি গানটির নতুন সংস্করণ একটি বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। ডেটিং সাইটের বিজ্ঞাপন ‘ম্যাচ’ এ দেখানো হয়, শয়তানের সঙ্গী রূপে হাজির হয়েছে ২০২০ সাল। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তারই বন্ধু রায়ান রেনল্ড।

Techshohor Youtube

টুইটে টেইলর আরও জানিয়েছেন, এখন পর্যন্ত রি-রেকর্ডিংয়ের কাজ শেষ হয়নি। গানগুলো দ্রুত ছাড়তে তিনি কঠোর পরিশ্রম করছেন।

গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অরিজিনাল ৬ অ্যালবামের লিরিকও লিখেছিলেন সুইফট। তাই সেগুলো টিভির বিজ্ঞাপনে বা সিনেমায় ব্যবহারের অনুমতি দেননি তিনি। এসব গান বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে তার লভ্যাংশ স্কুটার ব্রাউন পাবেন। এমনটা হোক তা মোটেও চান না টেইলার সুইফট। তাই নিজের গানের মালিকানা পুরোপুরিভাবে পেতে রি-রেকর্ডিংয়ের কাজ করছেন মার্কিন এ গায়িকা।

*

*

আরও পড়ুন