![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করেছে চীন। পতাকা স্থাপনের খবরটি প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
বৃহস্পতিবার চ্যাঙ্গ ই-৫ স্পেস মিশন শেষ করে চীন। মিশন শেষ হওয়ার আগে ছবিটি তোলা হয়। এই মিশনে চাঁদের পাথর ও মাটি সংগ্রহ করা হয়। তবে কোনো নভোচারী এই মিশনে অংশ নেননি।
১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশন পরিচলনা করে যুক্তরাষ্ট্র। সেবার চাঁদে যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করেন বাজ অলড্রিন। তবে পতাকাটি মহাকাশ যান লুনার মডিউলের কাছে স্থাপন করা হয়। তাই যে মডিউল ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পতাকাও ধংস হয়ে যায় বলে ধারণা অলড্রিনের।
১৯৭২ সাল পর্যন্ত চাঁদে আরও ৫টি পতাকা স্থাপন করা হয়। ২০১২ সালে নাসার এক ছবিতে দেখা যায়, সেগুলো টিকে আছে। তবে সূর্যের আলোতে সেগুলোর রঙ জ্বলে গেছে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি