চাঁদে চীনের পতাকা

ছবি : বিবিসি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করেছে চীন। পতাকা স্থাপনের খবরটি প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

বৃহস্পতিবার চ্যাঙ্গ ই-৫ স্পেস মিশন শেষ করে চীন। মিশন শেষ হওয়ার আগে ছবিটি তোলা হয়। এই মিশনে চাঁদের পাথর ও মাটি সংগ্রহ করা হয়। তবে কোনো নভোচারী এই মিশনে অংশ নেননি।

এর আগেও দুটি মিশন পরিচালনা করে চীন। কিন্তু কোনোবারই পতাকা স্থাপন  করেনি।

Techshohor Youtube

প্রজেক্ট লিডার চ্যাং চাং জানিয়েছেন, পৃথিবীতে সাধারণ কাপড়ে যে পতাকা তৈরি করা হয় তা চাঁদে টিকতে পারবে না। ফলে এক কেজি ওজনের পতাকাটি তৈরি করা হয়েছে বিশেষ উপায়ে যাতে এটি ঠাণ্ডা সহ্য করতে পারে।

১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশন পরিচলনা করে যুক্তরাষ্ট্র। সেবার চাঁদে যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করেন বাজ অলড্রিন। তবে পতাকাটি মহাকাশ যান লুনার মডিউলের কাছে স্থাপন করা হয়। তাই যে মডিউল ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পতাকাও ধংস হয়ে যায় বলে ধারণা অলড্রিনের।

১৯৭২ সাল পর্যন্ত চাঁদে আরও ৫টি পতাকা স্থাপন করা হয়। ২০১২ সালে নাসার এক ছবিতে দেখা যায়, সেগুলো টিকে আছে। তবে সূর্যের আলোতে সেগুলোর রঙ জ্বলে গেছে।

*

*

আরও পড়ুন