Techno Header Top and Before feature image

বছরের সেরা ভিপিএন তালিকা, কার কী সেবা

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনা পরিস্থিতিতে হোম অফিস কার্যক্রম চালু হওয়ায় অনলাইনে নিরাপত্তার বিষয়টি অধিক গুরুত্ব পাচ্ছে। ফলে অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে ভিপিএনের ব্যবহার বহু গুণে বেড়েছে।

বৈশ্বিক বাজারে অনেকেই ভিপিএন সেবা দিচ্ছে। তবে সেবা নেয়ার ক্ষেত্রে সেরা ও নির্ভরযোগ্য ব্র্যন্ড বা প্রতিষ্ঠানকেই বেছে নিতে হবে।

সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সাইট সিনেটে বিশ্বসেরা কয়েকটি ভিপিএন সেবার তালিকা প্রকাশ করে। এ ক্ষেত্রে সিনেটের গবেষণা ও পরীক্ষায়–নিরাপত্তা যাচাই, সার্ভার সংখ্যা, রিমোট এক্সেস সুবিধা, আইপির ধরন, ক্লায়েন্ট সফটওয়্যার, গ্রাহক সেবা ও রেটিংকে মূল্যায়ন করা হয়।

সেরা তালিকায় স্থান পেয়েছে–এক্সপ্রেস ভিপিএন, সার্ফ শার্ক, নর্ড ভিপিএন, আইপি ভেনিশ, প্রোটন ভিপিএনসহ কয়েকটি ভিপিএন সেবা।

১. এক্সপ্রেস ভিপিএন :
আইপি এড্রেস সংখ্যা : ৩০,০০০
সার্ভার সংখ্যা : ১৬০টি জায়গায় ৩,০০০ সার্ভার
কার্যক্রম : ৯৪+ দেশে
ক্রয় প্ল্যান : ৩ মাস ফ্রি, ১ বছরের প্ল্যান

২. সার্ফ শার্ক :
সার্ভার সংখ্যা : ৬৫টি জায়গায় ৩,২০০+ সার্ভার
ক্রয় প্ল্যান : ২ বছরের প্ল্যানে ছাড়, মাসে ২.৪৯ ডলার

৩. নর্ড ভিপিএন :
আইপি এড্রেস সংখ্যা : ৫,০০০
সার্ভার সংখ্যা : ৬২টি জায়গায় ৫,২০০+ সার্ভার
কার্যক্রম : ৬২ দেশে
ক্রয় প্ল্যান : ২ বছরের প্ল্যানে ছাড়, মাসে ৩.৭১ ডলার

৪. প্রোটন ভিপিএন
আইপি এড্রেস সংখ্যা : ৪০,০০০+
সার্ভার সংখ্যা : ৬০টি জায়গায় ১,৩০০+ সার্ভার
ক্রয় প্ল্যান : ১ বছরের প্ল্যানে ছাড়, মাসে ৫.২০ ডলার

সূত্র : সিনেট, টিআর/ডিসেম্বর ৩/২০২০/২০০৩

*

*