![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বহুল আলোচিত স্ন্যাপড্রাগন সিরিজের নতুন চিপ আনছে কোয়ালকম। এক অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে ‘স্ন্যাপড্রাগন ৮৮৮’ নামের নতুন এই চিপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
কোয়ালকম জানায়, আগামী প্রজন্মের স্মার্টফোনগুলোতে ক্যামেরা পারফরমেন্স এখনকার চেয়ে অনেক উন্নত হবে। এছাড়া ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে স্মার্টফোনে আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শুরু হয়েছে। আর নতুন এই চিপ উন্নত ক্যামেরা পারফরমেন্সে এসব কাজের উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে ক্যামেরার ভিডিও ও ছবির মান খুবই উঁচু মানের হবে।
একই সঙ্গে এই চিপে স্মার্টফোনের স্পিড, ফাইভজি নেটওয়ার্ক, পারফরমেন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিষয়টিও গুরুত্ব দেয়া হয়েছে। আগামী বছর এই চিপসহ স্মার্টফোন বাজারে আসবে।
কোয়ালকমের চিপ সাধারণত অ্যানড্রয়েড চালিত স্মার্টফোনে ব্যবহার হয়। কোয়ালকম প্রায় সব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানকে চিপ সরবরাহ করে। বাজারে কোয়ালকমের পরেই আছে আরেক চিপ নির্মাতা মিডিয়াটেক।
সূত্র : ইন্টারনেট, টিআর, ডিসেম্বর ৩/২০২০/১৪৩০
আরও পড়ুন
নিয়ম ভেঙে কোয়ালকম আনছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি