![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্যামসাং অফিশিয়ালভাবে তাদের কাস্টমাইজড অপারেটিং সিস্টেম ওয়ান ইউআই ৩.০ আপডেট গ্যালাক্সি ফোনের জন্য উন্মোচন করেছে।
আপাতত শুধু মিশরে ওএসটি ছাড়া হচ্ছে। বাকি বিশ্বে আপডেটটি পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে।
সর্বপ্রথম আপডেটটি পাবে গ্যালাক্সি এস ২০, গ্যালাক্সি এস ২০ প্লাস, গ্যালাক্সি এস ২০ আল্ট্রা ব্যবহারকারীরা। এরপর জানুয়ারিতে পাবে গ্যালাক্সি ১০, গ্যালাক্সি নোট ১০ প্লাস, গ্যালাক্সি নোট ২০, গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা, গ্যালাক্সি এস ১০, গ্যালাক্সি এস ১০ প্লাস, গ্যালাক্সি এস ১০ লাইট, গ্যালাক্সি জেড ফোল্ড ২, গ্যালাক্সি জেড ফ্লিপ ব্যবহারকারীরা।
গ্যালাক্সি ফোল্ডএ আপডেটটি পৌঁছাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.০ আপডেটটি গ্যালাক্সি এ ৫১, গ্যালাক্সি এম ২১, গ্যালাক্সি এম ৩০এস, গ্যালাক্সি এম ৩১, গ্যালাক্সি নোট ১০ লাইট পাবে মার্চে। এপ্রিলে পাবে গ্যালাক্সি এ ৫০ ও গ্যালাক্সি এম ৫১।
গ্যালাক্সি এ২১এস, গ্যালাক্সি এ ৩১, গ্যালাক্সি এ ৭০, গ্যালাক্সি এ ৭১, গ্যালাক্সি এ৮০, গ্যালাক্স ট্যাব এস৬ ও গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট ব্যবহারকারীরা আপডেট পাবে মে মাসে।
এন্ট্রি লেভেলের ফোন ব্যবহারকারীরা আপডেটটি পাওয়া শুরু করবেন জুন থেকে।
স্যামমোবাইল অবলম্বনে এজেড/ ডিসেম্বর ০২/২০২০/১৬৫০
আরও পড়ুন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি