![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক দিনে ১২ ঘণ্টার বেশি গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
কোনো চালক উবার ও ওলায় একসঙ্গে গাড়ি চালালেও ১২ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না। সড়ক পরিবহন মন্ত্রনালয়ের নতুন নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
২৪ ঘণ্টায় চালকদেরকে কমপক্ষে ১০ ঘণ্টা বিশ্রাম নিতে হবে। এর জন্য আলাদা ফিচার তৈরি করতে হবে অ্যাপ নির্মাতা কোম্পানিগুলোকে। এছাড়া, চালকদের জন্য ৫ দিনের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে তাদেরকে। গাড়ি চালানোর আগের তিন বছরে মদ্যপান, চুরি ও যৌন হয়রানির মতো অভিযোগ থাকলেও চালককে নিয়োগ দেওয়া হবে না।
নিরাপত্তার জন্য ভেইকেল ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেমের সঙ্গে প্যানিক বাটন যুক্ত করতে হবে। সরাসরি মনিটর করতে এই প্যানিক বাটনের সঙ্গে কন্ট্রোল রুমের সংযোগ থাকবে।
চিকিৎসার জন্য চালকদের ৫ লাখ ও ১০ লাখ রুপির বিমা সুবিধা চালুরও নিয়ম তৈরি করেছে দেশটির সড়ক পরিবহন মন্ত্রনালয়।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে এজেড/ নভেম্বর ৩০/২০২০/১১৩০
আরও পড়ুন
রোবো ফায়ারিং : উবার চালকরা জবাব চান
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি