Techno Header Top and Before feature image

গুগল এবং ফেইসবুকের বিজ্ঞাপন আয় কমাতে নীতিমালা করছে যুক্তরাজ্য

ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: গুগল এবং ফেইসবুকের ক্ষমতাকে সীমাবদ্ধ করতে নতুন নীতিমালা তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।

দেশটির প্রতিযোগীতা ও বাজার কর্তৃপক্ষ (সিএমএ)-র মতে ২০১৯ সালে অনলাইন বিজ্ঞাপনের ৮০ শতাংশ এই দুটি কোম্পানির পকেটে গেছে। ক্ষমতার এমন কেন্দ্রীকরণ বাজারে প্রতিযোগীতার পরিবেশকে নষ্ট করছে এবং এর ফলে ছোট ব্যবসা ও খবরের কাগজগুলোর বিজ্ঞাপন আয় উল্লেখযোগ্যহারে কমেছে।

দেশটির সরকার মনে করে নতুন নীতিমালা প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে স্বচ্ছতা আনবে এবং প্রযুক্তির উন্নয়নের নতুন যুগের সূচনা করবে।

নতুন নীতিমালায় ব্যবহারকারীকে তার তথ্যের উপর বাড়তি নিয়ন্ত্রণ প্রদান করবে। এতে টার্গেটেড বিজ্ঞাপন দেখার বিষয়টিকে ঐচ্ছিক করে দেওয়া হবে।

গুগল ও ফেইসবুকের তরফ থেকে বলা হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনের নীতিমালা সংশোধনের বিষয়ে যুক্তরাজ্যের সরকারের সঙ্গে কাজ করবে তারা।

বিবিসি অবলম্বনে এমআর/নভে ৩০/২০২০/১০০৭

আরও পড়ুন

রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ফেইসবুকের

ভারী বিজ্ঞাপন ব্লক করবে গুগল ক্রোম

সার্চ বেড়েছে গুগলে, বিজ্ঞাপনের আয় কমার শঙ্কা

*

*

আরও পড়ুন