![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছয় বছরের আইরিশ প্রতিবন্ধী শিশু অ্যাডাম কিং। এ বয়সেই তার নাসার ক্যাপকম হওয়ার স্বপ্ন। বড় হয়ে সে মহাকাশ অভিযানে অংশ নিতে চায়।
আইরিশ টেলিভিশনের লেট টয় শোতে এক প্রশ্নের জবাবে সবাইকে অবাক করে সে এ কথা জানায়। ইতোমধ্যে তার এই কথায় বিশ্ববাসী তো বটেই এমনকি নভোচারী ও মহাকাশ সংস্থাগুলোও প্রতিক্রিয়া জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা এক টুইট বার্তায় বলেছে, ‘আমাদের আর সে দিনটির অপেক্ষা সইছে না, যেদিন সে স্বপ্নসারথিদের (নাসার) দলে যোগ দেবে।’
ব্রিটিশ নভোচারী টিম পিক তাকে ‘সুপারস্টার’ উল্লেখ করে বলেন, ‘অ্যাডাম, আমাদের অভেযানে তোমাকেই দরকার।’
ক্যাপকম হচ্ছে ক্যাপসুল কমিউনিকেশনের সংক্ষিপ্ত রূপ। ক্যাপকম হিসেবে দায়িত্বরতরা নাসার স্টেশনে বসে মহাশূন্যে থাকা ক্রু বা নভোচারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং করণীয় ঠিক করেন।
নভোচারী না হয়ে ক্যাপকম কেন? এ প্রশ্নেরও জবাব দিয়েছে অ্যাডাম। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে নভোচারী হওয়ার চেয়ে ভূমিস্থ নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করাকেই উপযুক্ত মনে করে।
সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ২৯/২০২০/১৯৫৯
আরও পড়ুন
মহাকাশ যাত্রার আগে যা করেন নভোচারীরা
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি