Techno Header Top and Before feature image

যুক্তরাষ্ট্রের লক্ষ্য হুয়াওয়েকে দেউলিয়া করা: রেন ঝেংফেই

ছবি: ইন্টারনেট থেকে নেওয়া
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিমালার লক্ষ্য হচ্ছে হুয়াওয়েকে দেউলিয়া করে ফেলা। সম্প্রতি এমন অভিযোগ তুলেছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই।

একটি বক্তব্যে তিনি বলেন, একের পর এক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আমাদের মনে হচ্ছে যুক্তরষ্ট্রের কিছু নীতিমালা আমাদের দেউলিয়া করার জন্য তৈরি করা হয়েছে।

তবে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর অবস্থার উন্নতি হতে পারে বলে ধারনা করছেন অনেকেই।

উল্লেখ্য, ২০১৯ সালে মে মাসে হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোনও কোম্পানি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারছে না। ফলে হুয়াওয়ে স্মার্টফোন ও মোবাইল নেটওয়ার্ক উপকরণ ব্যবসা থেকে আস্তে আস্তে ছিটকে পড়ছে।

তবে, চীন পৃথিবীত সবচেয়ে বড় বাজার এবং এই বাজারে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদে লাভবান ব্যবসা করতে চাইলে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে যুক্তরাষ্ট্রকে।

এদিকে, নিজস্ব ইকোসিস্টেম তৈরি করতে গবেষণা ও উন্নয়নে ব্যাপক ব্যায় করছে হুয়াওয়ে। এই অর্থের যোগান দিতে সম্প্রতি ১০ বিলিয়ন ডলারের বিনিময়ে অনার ব্র্যান্ডকে বিক্রয়ে করেছে হুয়াওয়ে।

ইন্টারনেট অবলম্বনে এমআর/নভে ২৯/২০২০/১৮০৩

আরও পড়ুন

হুয়াওয়ে ব্যান আংশিক শিথিল করলো যুক্তরাষ্ট্র

স্যামসাংয়ের ডিসপ্লেও পাবে না হুয়াওয়ে

গুগলের সঙ্গে আপোস চায় না হুয়াওয়ে

হুয়াওয়ের বাজার দখলের চেষ্টা করছে শাওমি-অপো

*

*

আরও পড়ুন