vivo Y16 Project

ভিডিওতে পৃথিবী দেখালেন নভোচারী

ড্রাগন ক্রুর জানালা দিয়ে পৃথিবী দেখা যাচ্ছে। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  গ্রহ হিসেবে পৃথিবী দেখতে কেমন তা শুধু নভোচারীরাই জানেন। তাই পৃথিবী গ্রহ দেখার অনুভূতি কেমন তা সবাইকে জানাতে ভিডিও তৈরি করেছেন নাসার নভোচারী ভিক্টর গ্লোভার।

টুইটারে তিনি লেখেন, মহাকাশে ধারণ করা আমার প্রথম ভিডিও। এই দৃশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হচ্ছে না। সবকিছু এতো সূক্ষ্ম যে রুদ্ধশ্বাসে দেখছি।

ভিডিও দেখা যায়, ড্রাগন ক্রুর জানালার নিচেই নীল পৃথিবী। সেখানে মেঘ, সমুদ্র, মহাদেশ সবই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ২১ লাখ বার।

Techshohor Youtube

গত ১৬ নভেম্বর স্পেসএক্সের রকেট ফ্যালকন ৯ এ করে মহাকাশের উদ্দেশে যাত্রা করেন ৪ নভোচারী। যুক্তরাষ্ট্রের মাইকেল হপকিন্স, ভিক্টর গ্রোভার, শ্যানন ওয়াকার এবং জাপানের সোইকি নগোচি ২৭ ঘণ্টা যাত্রা করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছান। এ সময়ই ভিডিওটি ধারণ করেন ভিক্টর গ্রোভার।

আগামী ৬ মাস তারা আইআইএসেই থাকবেন। সেখানে তারা বিভিন্ন রকমের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবেন। আইএসএসের বাইরে গিয়ে বিভিন্ন যন্ত্র মেরামত করবেন।

সিএনএন অবলম্বনে এজেড/ নভেম্বর ২৮/২০২০/১৭২০

*

*

আরও পড়ুন

vivo Y16 Project