![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম দামের বড় ব্যাটারির ফোন এনেছে শাওমির সাবব্র্যান্ড পোকো। তাদের এন্ট্রি লেভেলের নতুন ফোনটির নাম পোকো এম৩।
ফোনটিতে থাকবে ৬.৫৩ ইঞ্চির ১০৮০ এলসিডি স্ক্রিন। ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্জ।পোকো এম৩ এর পেছনে দেওয়া হয়েছে লেদার-ইশ ফিনিশ। ফোন সেটআপের জায়গাটুকু প্লাস্টিকের তৈরি। সেখানে আছে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ম্যাক্রো ক্যামেরা। এর ওয়াটার ড্রপ নচে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
এর প্রসেসরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬২, ৪ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ৬০০০ এমএএইচ শক্তির ব্যাটারি।
ফোনটি ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। হেডফোন ব্যাকের পাশাপাশি থাকবে ইউএসবি-সি পোর্ট।
যুক্তরাজ্যে ৬৪ জিবি স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ১৪৯ ডলারে। ১২৮ জিবি স্টোরেজের দাম হবে ১৬৯ ডলার। ফোনটি কালো হলুদ ও নীল রঙে পাওয়া যাবে।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ নভেম্বর ২৮/২০২০/১০১৬
আরও পড়ুন
আইফোনকে টপকে ৩-এ শাওমি : গার্টনারের রিপোর্ট
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি