আরো দুই রকম ফোল্ডেবল ডিভাইস আনছে স্যামসাং!

ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: ফোল্ডেবল ডিভাইসের আরও দুটি আইডিয়া নিয়ে কাজ করছে স্যামসাং। কোরিয়ান ব্লগ স্যামসাং ডিসপ্লেস-এ দুটি আইডিয়ার ব্লু-প্রিন্ট পোস্ট করেছে কম্পানিটি।

নতুন পোস্ট করা দুটি আইডিয়ার মধ্যে একটি হচ্ছে রোলেবল স্মার্ট স্ক্রিন। যা দেখতে অনেকটা প্রাচীন স্ক্রলের মতো। এই স্ক্রলের একপাশ থেকে টান দিলে স্ক্রিনটি বের হয়ে আসবে এবং সেটিকে একটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এ সংক্রান্ত একটি পেটেন্টও আছে স্যামসাংয়ের।

আরেকটি হচ্ছে তিন ভাঁজের স্মার্টফোন। যার একপাশে থাকবে স্মার্টফোন। স্মার্টফোনটি তিন ভাঁজে বিভক্ত থাকবে যে ভাঁজগুলো খুললে স্মার্টফোনটি একটি ট্যাবলেটে রূপ নেবে। এই ডিজাইনের জন্যেও কয়েকটি পেটেন্ট করা আছে স্যামসাংয়ের।

Techshohor Youtube

ধারনা করা হচ্ছে এমন আরও কয়েক ধরনের ফোল্ডেবল ও রোলেবল ডিভাইসের ডিজাইন নিয়ে কাজ করছে স্যামসাং।

উল্লেখ্য, স্যামসাংসহ অন্যান্য কোম্পানি ইতোমধ্যেই ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে। যদিও সেগুলোকে জনপ্রিয় করে তুলতে ব্যার্থ হয়েছে সবগুলো কোম্পানিই।

এমআর/নভে ২৭/২০২০/১৬২৮

আরও পড়ুন

তিন স্ক্রিনের ফোল্ডেবল ডিভাইস!

ফোল্ডেবলের স্ক্রিন নিজেরাই বানাবে স্যামসাং

মাইক্রোসফটের ফোল্ডেবল ফোন আসছে সেপ্টেম্বরে

মেট এক্সের মতো ফোল্ডেবলের পেটেন্ট নিয়েছে শাওমি!

*

*

আরও পড়ুন