![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আন্তর্জাতিক বাজারে ২০২১ সালে ৪ শতাংশ শেয়ার হারাতে বসেছে হুয়াওয়ে। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ড ফোর্সের গবেষণা প্রতিবেদনে এরকম তথ্য উঠে এসেছে।
যদিও হুয়াওয়ের লক্ষ্য হচ্ছে–২০২১ সালে আন্তর্জাতিক বাজারে শেয়ার ১৪ শতাংশ ধরে রাখার। কিন্তু গবেষকরা মনে করছেন, হুওয়ায়ের লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশ বাজার কমবে। উল্লেখ্য, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে হুওয়ায়ের বাজার শেয়ার দাঁড়িয়েছে ১৪.৯ শতাংশে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক মাস যাবত সম্পর্ক ভালো যাচ্ছে না হুয়াওয়ের। মার্কিন কমার্স ডিপার্টমেন্টের বিধিনিষেধের কারণে দেশটিতে হুওয়ায়ের ব্যবসা গুটিয়ে গেছে। প্রাইমারি চিপ সাপ্লায়ারদেরও হারাতে বসেছে। এর নেতিবাচক প্রভাব হুয়াওয়ের বৈশ্বিক বাজারে পড়েছে।
ট্রেন্ড ফোর্সের মতে, হুয়াওয়ের এই দুর্দিনকে নিজেদের বাজার ধরার জন্য যথাযথভাবে কাজে লাগাচ্ছে শাওমি, ওপোসহ অন্যান্য চীনা স্মার্টফোন নির্মাতারা।
সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ২৭/২০২০/১৬২০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি