হুয়াওয়ের ওএস 'ইএমইউই ১১' আসছে ডিসেম্বরে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ের স্মার্টফোন ওএস ‘ইএমইউই ১১’ আসছে শিগগরিই। হুয়াওয়ে কতৃপক্ষ এর রোডম্যাপ ও সময়সীমা জানিয়েছে।

পি৪০ ও মেট ৩০ সিরিজের স্মার্টফোনগুলো ডিসেম্বরে এই নতুন সংস্করণ পাবে। এর পর পাবে মেট এক্সএস ও নোভা ৭। সবার আগে পাবে আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, রাশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের ব্যবহারকারীরা। ল্যাটিন আমেরিকা ও জাপানের ব্যবহারকারীরা পাবে আগামী বছরের (২০২১) জানুয়ারির দিকে।

পি৩০, মেট ২০-সহ অন্যান্য মডেলের স্মার্টফোন ও ট্যাবে আপডেট পেতে সর্বোচ্চ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Techshohor Youtube

ইএমইউই ১১ মূলত অ্যানড্রয়েড ১০-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এর মধ্যে স্মার্ট মাল্টি টাস্কিং, অলওয়েজ-অন ডিসপ্লেসহ অ্যানড্রয়েড ১১-এর কিছু ফিচার রাখা হয়েছে।

সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ২৬/২০২০/২০০৩

আরও পড়ুন

গুগলের আপডেট পাবেন পুরানো হুয়াওয়ে ব্যবহারকারীরা

প্রযুক্তিগত উদ্ভাবন বিকাশে হুয়াওয়ের অন্যতম লক্ষ্য এশিয়া প্যাসিফিক

গুগলের সঙ্গে আপোস চায় না হুয়াওয়ে

হুয়াওয়ে ব্যান আংশিক শিথিল করলো যুক্তরাষ্ট্র

*

*

আরও পড়ুন