ভারতে নিষিদ্ধ হলো আলি এক্সপ্রেস

ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: আলিএক্সপ্রেসসহ ৪৩টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছে ভারত। এ নিয়ে চীনের ২২০টি অ্যাপ নিষিদ্ধ করলো ভারত।

জুনের সীমান্ত সংঘাতের পর থেকে এমন একটি পদক্ষেপ নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে ভারত। যদিও ভারতের তরফ থেকে বলা হচ্ছে অ্যাপগুলো ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি। এসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।

চীনের তরফ থেকে এমন অভিযোগকে নাকচ করে দেওয়া হয়েছে। ভারতের অবস্থিত চীন দূতাবাসের তরফ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভারত তাদের অ্যাপের মাধ্যমে যে পরিমান ডেটা সংগ্রহ করে চীন তা করে না।

Techshohor Youtube

বিশেষজ্ঞদের মতে, চীনা অ্যাপকে ঘিরে ডেটা প্রাইভেসির বিষয়টি পূর্বে বছরে পর বছর ধরেই একটি চিন্তার বিষয় ছিলো। হঠাৎ এই ধরনের নিষিদ্ধকরণ বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতার উপর প্রভাব ফেলে।

উল্লেখ্য, লাদাখকে ঘিরে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা বিরাজমান। সম্প্রতি এক সংঘাতে ২০ জন সেনা নিহত হয়।

বিবিসি অবলম্বনে এমআর/নভে ২৬/২০২০/১৬১৪

আরও পড়ুন –

ভারতে নিষিদ্ধ টিকটক, উইচ্যাটসহ ৫৯ চীনা অ্যাপ

টিকটক নিষিদ্ধে খুশি ভারতীয়রা!

চাইনিজ অ্যাপ ডিলিটের হিড়িক ভারতে : গুগলের বাধা

এবার পাবজিসহ ভারতে নিষিদ্ধ শতাধিক চীনা অ্যাপ

*

*

আরও পড়ুন