![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উইন্ডোজ ১০ কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোতে এমনিতেও কোনো বিধি নিষেধ নেই। আগামী বছর অ্যান্ড্রয়েডকে আরও আপন করে নিতে যাচ্ছে মাইক্রোসফট।
এর ফলে সরাসরি মাইক্রোসফট স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ নামানো যাবে।
অ্যাপ নামানোর নির্দিষ্ট কোনো নিয়ম থাকবে কিনা তা জানা যায়নি। তবে অসংখ্য অ্যান্ড্রয়েড অ্যাপ মাইক্রোসফট স্টোরেই পাওয়া যাবে।
বিষয়টি জানিয়েছেন সংবাদ মাধ্যম উইন্ডোজ সেন্ট্রালের সাংবাদিক জ্যাক বোডেন। এক টুইট পোস্টে তিনি জানান, উইন্ডোজ ১০ এর জন্য মাইক্রোসফট স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত করা হবে বলে আমাকে জানানো হয়েছে।
এই পরিকল্পনা কতদূরে এগিয়েছে বা কবে বাস্তবায়িত হবে তা জানা যায়নি। তবে ২০২১ সালের যে কোনো সময় এটি ঘটতে পারে।
এখনো কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারেন উইন্ডোজ ব্যবহারকারীরা। তবে এর জন্য থার্ড পার্টি ব্লুস্টাককে প্রয়োজন পড়ে মাইক্রোসফটের। এই থার্ড পার্টি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপটিকে আর মাধ্যম হিসেবে রাখতে চাইছে না তারা।
অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে এজেড/ নভেম্বর ২৬/২০২০/১৪৫২
আরও পড়ুন –
ফোন নির্ভর মাল্টি ফেক্টর অথেনটিকেশন ব্যবহারে মাইক্রোসফটের সতর্কতা
স্থায়ীভাবে রিমোট ওয়ার্কে যাচ্ছে মাইক্রোসফট
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি