Techno Header Top and Before feature image

স্বয়ংক্রিয় ফুড ট্রাকে কেএফসির চিকেন

কেএফসির চালকবিহীন ফুড ট্রাক। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের কারণে সবাই এখন একে অন্যের সংস্পর্শ এড়িয়ে চলতে চায়।

ফলে গত এক বছরে অটোমেটেড প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। নতুন এই প্রযুক্তিকে ব্যবসা বাড়ানোর কাজে লাগিয়েছে চেইন ফুড শপ কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি)। ফ্রাইড চিকেনগুলো তারা স্বয়ংক্রিয় ফুড ট্রাকে করে বিক্রি করছে। ফুড ট্রাকগুলোতে থাকছে না কোনো চালক। 

এই প্রযুক্তির গাড়ি তৈরি করতে চীনা ব্র্যান্ড নিওলিক্স ও ইয়াম ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে কেএফসি।

এই ফুড ট্রাক থেকে খাবার নিতে অ্যাপে কিউআর কোড স্ক্যান করতে হয়। তারপর অর্ডার করা আইটেমসহ স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যায়।

আপাতত করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষ স্বয়ংক্রিয় প্রযুক্তিকে আপন করে নিচ্ছে। মহামারী শেষেও স্বয়ংক্রিয় প্রযুক্তিগুলো দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

সিনেট অবলম্বনে এজেড/ নভেম্বর ২৫/২০২০/১৬৩৬

আরও পড়ুন –

করোনা নিয়ন্ত্রণ: বৈশ্বিক যাতায়াতে কিউআর কোড ব্যবহার করতে চায় চীন

করোনায় বিমানভ্রমণে অ্যাপ যেন আারেক পাসপোর্ট!

*

*

আরও পড়ুন