![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্যালাক্সি সিরিজের ফোনগুলোতে এখন থেকে স্যামসাং টিভি প্লাস অ্যাপটি ব্যবহার করা যাবে।
সর্বপ্রথম গ্যালাক্সি এস১০, গ্যালাক্সি নোট ১০, গ্যালাক্সি এস২০ ও গ্যালাক্সি নোট ২০ সিরিজের ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ছাড়া হয়।
এবার মোবাইল অ্যাপটি গ্যালাক্সি এস৯, গ্যালাক্সি নোট ৯, গ্যালাক্সি এস২০এফই, ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ড, গ্যালাক্সি জেড ফোল্ড ২ ও গ্যালাক্সি জেড ফ্লিপেও চালানো যাবে।
মিডিরেঞ্জের ফোন গ্যালাক্সি এ৫১, গ্যালাক্সি এ৫১ ফাইভজি ও গ্যালাক্সি এ৭১ ফাইভজিও অ্যাপটি সাপোর্ট করবে। শীঘ্রই অ্যাপটি ট্যাবলেটেও চলবে।
স্যামসাং টিভি প্লাস অ্যাপটি এতোদিন শুধু টিভিতে ব্যবহার করা গেছে। স্মার্টটিভি ভিডিও সার্ভিসটিতে সারা বিশ্বের জন্য ৫১৮টি চ্যানেল রয়েছে। চ্যানেলগুলো দেখতে সাবস্ক্রাইবের প্রয়োজন হয় না।
তবে অতিরিক্তি কিছু ফিচার পেতে স্যামসাং অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এতে স্ট্রিমিং সেবাটি নিজের মতো করে সাজানো যায়। অতিরিক্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে সেট ওয়াচ রিমাইন্ডার, ক্রিয়েট ওয়াচ লিস্ট, এডিট চ্যানেল, ফেভারিট চ্যানেল ও কন্টিনিউ ওয়াচের সুবিধা।
স্যাম মোবাইল অবলম্বনে এজেড/ নভেম্বর ২৫/২০২০/১৫১৮
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি