অর্থসম্পদে বিল গেটসকে ছাড়িয়ে গেল ইলন মাস্ক

মার্কিন প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্পেসএক্সের রকেটের মতোই ছুটে চলেছেন ইলন মাস্ক। মার্কিন এ প্রযুক্তি ব্যবসায়ীর সম্পদ এখন বিল গেটসের চেয়ে বেশি।

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার মাস্কের সম্পদের পরিমাণ ৭.২ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ১২৮ বিলিয়ন ডলার। এসএন্ডপি ৫০০ এর তালিকায় গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা জায়গা করে নিলে শেয়ার মূল্য খুব দ্রুত বৃদ্ধি পায়। এর ফলেই বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলেন ইলন মাস্ক। বিল গেটসের সম্পদের পরিমাণ এখন ১২৭.৭ বিলিয়ন ডলার।গত ৮ বছরের মধ্যে বিল গেটস শুধু একবার শীর্ষ দুইয়ে ছিলেন না।

স্টক (শেয়ার) মার্কেটে যে কোম্পানিগুলোর শেয়ারের মূল্য বেশি থাকে সেগুলোর নামই এসএন্ডপি ৫০০ ইনডেক্সে জায়গা পায়। আগামী ডিসেম্বরে এই ৫০০ কোম্পানির তালিকায় টেসলারও যুক্ত হতে যাচ্ছে। এ খবর ছড়ানোর পরই টেসলার প্রতিটি শেয়ার ৫৫৫.৩৮ ডলারে দামে বিক্রি হতে শুরু করে। চলতি বছর টেসলা গাড়ির বিক্রি বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির শেয়ারের দাম আশাতীতভাবে বেড়েছে।

Techshohor Youtube

টেসলার শেয়ার মূল্যের কারণে এ বছর ইলন মাস্কের সম্পদ বেড়েছে ১০০.৩ বিলিয়ন ডলার। গত জানুয়ারিতেও বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় মাস্কের নাম ছিলো ৩৫ নম্বরে।

শীর্ষ ধনী জেফ বেজসের নাগাল পেতে আর এক ধাপ আগাতে হবে ইলন মাস্ককে। ২০১৭ সাল থেকে শীর্ষ স্থানটি নিজের দখলে রেখেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজস।

সিএনবিসি অবলম্বনে এজেড/ নভেম্বর ২৫/২০২০/১১১৬

*

*

আরও পড়ুন