![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টিকটকে এই প্রথমবারের মতো ১০ কোটির মাইলফলক ছুুঁয়ে রেকর্ড গড়লেন মার্কিন কিশোরী শার্লি ডি’অ্যামেলিও। টিকটকে তার জনপ্রিয়তা এতটাই, যা সেলেনা গোমেজ, চার কাইলি জেনার আর আরিয়ানা গ্রানদের মতো তারকার অনুসারী সংখ্যার চার থেকে পাঁচ গুণ।
মজার ব্যাপার হচ্ছে, টিকটকে শার্লির অনুসারী সংখ্যার ধারেকাছেও আর কেউ নেই। জনপ্রিয়তায় তার পরে যে দুজন আছেন, তাদের অনুসারী এখনো ৫ কোটির ঘরে।টিকটকে নাচের ভিডিও পোস্ট করেই অল্প সময়েই ব্যাপক পরিচিতি পান ১৬ বছরের শার্লি। এর পর ইউটিউব-সহ অন্যান্য প্লাটফর্মেও তিনি সরব হন।
২০১৮ সালে সনামে যাত্রা শুরু করা টিকটক হঠাৎ করেই জনপ্রিয় হয়ে যায়। আর এই অল্প সময়েই একজন টিকটকারের এত বড় ফ্যান-ফলোয়ার জুটে গেছে, তা রীতিমতো অবাক করার মতোই। যেখানে ইউটিউবে একক কোনো চ্যানেলের ১০ কোটি সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল ১৪ বছর।
সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ২৪/২০২০/১৬২৩
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি