vivo Y16 Project

ফিফা ২১-এ খেলবেন ব্যাকহাম : পাবেন ৪০০ কোটি টাকারও বেশি

ফিফা ২১ এ খেলবে ডেভিড বেকহ্যাম। ছব : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : খেলার মাঠে না থাকলেও ফুটবলার ডেভিড বেকহ্যাম নিজের ব্র্যান্ড ভ্যালু ঠিকই ধরে রেখেছেন।

ইংলিশ এই ফুটবলার ইএ স্পোর্টসের তৈরি ফিফা ২১ এর পরবর্তী সংস্করণে হাজির হবেন। ভিডিও গেইমে চেহারা দেখিয়ে ৩ বছরে তিনি আয় করবেন ৪০ মিলিয়ন পাউন্ড ডলার। সাপ্তাহিক হিসেবে তিনি পাবেন ২ লাখ ৫৬ হাজার ৪১০ পাউন্ড।

ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ ও এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তি থাকা অবস্থাতেও তিনি কখনো এতো আয় করতে পারেননি।

Techshohor Youtube

এলএ গ্যালাক্সি ক্লাবে তিনি ৫ বছর খেলার জন্য ২৫ মিলিয়ন পাউন্ড নিয়েছিলেন। এবার ভিডিও গেইমে হাজির হয়েই কয়েক গুণ বেশি অর্থ আয় করবেন।

প্রথমে ইএ স্পোর্টস তাকে ৩০ মিলিয়ন পাউন্ডে ব্র্যান্ড অ্যাম্বেসেডার বানাতে চেয়েছিলো। তবে শেষ পর্যন্ত ৪০ মিলিয়ন পাউন্ডে চুক্তিটি সই হয়েছে।

কম্পিউটার গেইম ফিফা ২১ উন্মোচিত হয় ৫ অক্টোবর। এর আগামী সংস্করণটি মুক্তি পাবে ২৭ নভেম্বর। এতে বেকহ্যামের বিখ্যাত শটগুলো খেলার সুযোগ পাবেন ফিফা ভক্তরা।

টেকনো স্পোর্টস অবলম্বনে এজেড/ নভেম্বর ২৪/২০২০/১১৩০

*

*

আরও পড়ুন

vivo Y16 Project