![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : খেলার মাঠে না থাকলেও ফুটবলার ডেভিড বেকহ্যাম নিজের ব্র্যান্ড ভ্যালু ঠিকই ধরে রেখেছেন।
ইংলিশ এই ফুটবলার ইএ স্পোর্টসের তৈরি ফিফা ২১ এর পরবর্তী সংস্করণে হাজির হবেন। ভিডিও গেইমে চেহারা দেখিয়ে ৩ বছরে তিনি আয় করবেন ৪০ মিলিয়ন পাউন্ড ডলার। সাপ্তাহিক হিসেবে তিনি পাবেন ২ লাখ ৫৬ হাজার ৪১০ পাউন্ড।
ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ ও এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তি থাকা অবস্থাতেও তিনি কখনো এতো আয় করতে পারেননি।
এলএ গ্যালাক্সি ক্লাবে তিনি ৫ বছর খেলার জন্য ২৫ মিলিয়ন পাউন্ড নিয়েছিলেন। এবার ভিডিও গেইমে হাজির হয়েই কয়েক গুণ বেশি অর্থ আয় করবেন।
প্রথমে ইএ স্পোর্টস তাকে ৩০ মিলিয়ন পাউন্ডে ব্র্যান্ড অ্যাম্বেসেডার বানাতে চেয়েছিলো। তবে শেষ পর্যন্ত ৪০ মিলিয়ন পাউন্ডে চুক্তিটি সই হয়েছে।
কম্পিউটার গেইম ফিফা ২১ উন্মোচিত হয় ৫ অক্টোবর। এর আগামী সংস্করণটি মুক্তি পাবে ২৭ নভেম্বর। এতে বেকহ্যামের বিখ্যাত শটগুলো খেলার সুযোগ পাবেন ফিফা ভক্তরা।
টেকনো স্পোর্টস অবলম্বনে এজেড/ নভেম্বর ২৪/২০২০/১১৩০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি