![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বৈশ্বিক যাতায়াতে কিউআর কোডভিত্তিক শনাক্তকারী পদ্ধতির ব্যবহারের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি মনে করেন এই পদ্ধতি সবাই ব্যবহার করলে ভ্রমণকারীদের শরীরে সংক্রমণ আছে কিনা তা মনিটর করতে সহজ হবে।
সৌদি আরবে অনুষ্ঠিত জি২০ সামিটে তিনি বলেন, এই ধরনের কোড নিউক্লিক অ্যাসিডভিত্তিক টেস্ট সার্টিফিকেট সনাক্ত করতে পারবে।
পুরো পদ্ধটিটি কিভাবে কাজ করবে সে বিষয়ে শি জিনপিং কিছু বলেননি। এ বিষয়ে বিশ্বের নেতারা কী ভাবছেন সেটিও জানা যায়নি। তবে এমন একটি পদ্ধতি ব্যবহার করে চীন নিজ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে সফল হয়েছে।
এদিকে মানবাধিকার কর্মীরা মনে করেন এই ধরনের সিস্টেম রাজনৈতিক প্রতিপক্ষকে মনিটর ও দমন করতে চীন সরকারকে সহায়তা করবে।
বিবিসি অবলম্বনে এমআর/নভে ২৪/২০২০/১০৪৪
আরও পড়ুন –
প্রযুক্তি শিল্পে ভবিষ্যত কাণ্ডারী চীন!
ভারতে প্রতি চার ফোনের তিনটিই চীনা!
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি