Techno Header Top and Before feature image

অনার ব্র্যান্ডের শেষ ফোনে থাকছে না কিরিন ৯০০০

হুয়াওয়ের অনার সাবব্র্যান্ডের ফোন। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক মহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ের সাবব্র্যান্ড অনার শেষবারের মতো বাজারে আনবে ভি৪০ সিরিজ। এত থাকবে না হুয়াওয়ের হাইসিলিকন ডিভাইসের নিজস্ব চিপসেট ৯০০০।

চিপসেটটির কয়েক লাখ ইউনিট তৈরি করা হলেও সেগুলো শুধু মেট ৪০ ফ্ল্যাগশিপে ব্যবহৃত হবে। অনার চাইলেও আর কিরিন ৯০০০ চিপসেটটি ফোন যুক্ত করতে পারবে না।

কিরিন ৯০০০ এর বদলে অনারকে ব্যবহার করতে হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০০০+ চিপসেট। মিডিয়াটেক ৬ ন্যানোমিটার প্রযুক্তির এমটি৬৮৯৩ তৈরির কাজ শুরু করেছে। তবে ভি৪০ সিরিজ উন্মোচনের আগে সেটি বাজারে আসবে না।

অনার ভি৪০ সিরিজের বিক্রি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। এতে হুয়াওয়ের তৈরি হারমোনি অপারেটিং সিস্টেম থাকতে পারে।

চলতি মাসেই অনার ব্র্যান্ডকে পুরোপুরি বিক্রয় করে দেয় হুয়াওয়ে। ঠিক কত টাকায় কে কিনেছে অনার ব্র্যান্ডকে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ১৫.২ বিলিয়ন ডলারের বিনিময়ে অনার ব্র্যান্ডকে বিক্রি করেছে হুয়াওয়ে।

জিএসএমএরিনা অবলম্বনে এজেড/ নভেম্বর ২৪/২০২০/১১

*

*

আরও পড়ুন