Techno Header Top and Before feature image

অ্যামাজন ফায়ার টিভি ডিভাইস : এইচবিওর জায়গা নেবে এইচবিও ম্যাক্স

অ্যামাজনের ডিভাইসে এইচবিও ম্যাক্স চ্যানেল। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যামাজন ফায়ার টিভি ডিভাইস থেকে এইচবিওতে লগ ইন করার অপশন বন্ধ হয়ে যেতে পারে আগামী বছর।

নতুন একটি চুক্তির আওতায়, এইচবিও ম্যাক্সের ভিডিও অ্যামাজনের ফায়ার টিভি থেকে দেখা যাবে। তবে এর পরিবর্তে হারাতে হবে এইচবিওতে ঢোকার সুযোগ। এইচবিও ম্যাক্সে বিনামূল্যেই লগ ইন করতে পারবেন এইচবিও ও অ্যামাজনের সাবস্ক্রাইবাররা। তবে নতুন সাবস্ক্রাইবারদেরকে এইচবিও কনটেন্টের জন্য এইচবিও ম্যাক্স থেকে লগ ইন করতে হবে। আগে অ্যামাজন থেকে লগ ইন করতে হতো।

ফায়ার টিভি ডিভাইস থেকেই অ্যামাজন প্রাইমের সাবস্ক্রাইবাররা নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি চ্যানেল ও বিবিসি আই প্লেয়ার দেখা যায়। থাকলে সবগুলো স্ট্রিমিং চ্যানেল দেখতে পারেন। এর সুবিধা হলো আলাদা আলাদা করে অ্যাপ নামাতে হয় না। খরচও একসঙ্গে দেওয়া যায়।

বর্তমানে এইচবিওর কনটেন্ট দেখতে অ্যামাজন প্রাইমের গ্রাহকদের ১৪.৯৯ ডলার খরচ করত হয়। ৭ দিনের ট্রায়াল দেওয়ারও সুযোগ দেয় অ্যামাজন।

সাবস্ক্রাইবার বাড়াতে এইচবিও ম্যাক্সে বিজ্ঞাপন দেখাবে মূল কোম্পানি ওয়ার্নার মিডিয়া।

পিসিমাগ অবলম্বনে এজেড/ নভেম্বর ২৩/২০২০/১০৪০

আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যে কনটেন্ট দেখাবে এইচবিও ম্যাক্স

অ্যামাজন ফায়ার টিভিতে মিলবে না ইউটিউব

শিশুদের অ্যামাজন ফায়ার : ভালো ডিসপ্লেতে বাজে ক্যামেরা

*

*

আরও পড়ুন