ইউটিউব বিজ্ঞাপন দেখাবে ঠিকই, কিন্তু বিল দেবে না সবাইকে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিজ্ঞাপন প্রদর্শন নীতিতে কিছুটা পরিবর্তন এনেছে ইউটিউব। গুগল মালিকানাধীন জনপ্রিয় এই ভিডিও প্লাটফর্মের পক্ষ থেকে বলা হয়, শিগগরিই নতুন নিয়মে আরো বেশি সংখ্যক ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে ইউটিউব। তবে তাদের সবাইকে বিজ্ঞাপন প্রদর্শন বাবদ বিল বা পেমেন্ট দেয়া হবে না।

এর ফলে ইউটিউবের যেসব ভিডিও মেকাররা পার্টনারশিপ পলিসির আওতায় শর্ত পূরণ করে মটিটাইজিং পেয়ে এত দিন যারা পেমেন্ট পেয়ে আসছিলেন, তাদের কোনো সমস্যা হবে না। তারা আগের মতোই পেমেন্ট পাবেন। তবে যারা পার্টনারশিপ পলিসির বাইরে অর্থাৎ মনিটাইজিং পাননি, তাদের মধ্যে অনেকের ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন হবে কিন্তু এর জন্য ভিডিও মেকাররা পেমেন্ট পাবেন না।

নতুন নিয়মের ফলে সবচেয়ে বড় সুবিধা হবে ইউটিউব ও বিজ্ঞাপনদাতাদের। কারণ এখন আগের চেয়ে অনেক বেশি দর্শক বিজ্ঞাপন দেখবে। কিন্তু এর জন্য বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে ইউটিউব অতিরিক্ত ফি নেবে কিনা, তা স্পষ্ট করা হয়নি।

Techshohor Youtube

সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ২২/২০২০/১৭০৪

আরও পড়ুন –

করোনায় বাতিল ইউটিউব ‘রিওয়াইন্ড’ ভিডিও

‌ইউটিউব থেকেও পণ্য কেনা যাবে

১৯ বছর বয়সী ইউটিউবারের মৃত্যু

৬ মাসে ইউটিউবে সর্বাধিক যা সার্চ হয়েছে

একটি ডট জুড়ে দিলেই ইউটিউব চলবে বিজ্ঞাপনহীন

*

*

আরও পড়ুন