প্রযুক্তি শিল্পে ভবিষ্যত কাণ্ডারী চীন!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয়তায় বিশ্বের সবচেয়ে উর্ধ্বমুখী অ্যাপ টিকটক। আর এর জন্ম চীনে, টেক শিল্পকে নেতৃত্ব দেওয়া পশ্চাত্যের সিলিকন ভ্যালিতে নয়। এ থেকে বুঝা যায়- অন্যান্য সেক্টরের পাশাপাশি ডিজিটাল সেবায়ও তারা বিশ্বে প্রতিনিধিত্ব করতে চায়।

সম্প্রতি তথ্য-প্রযুক্তি বিশ্লেষক ও গবেষকদের বক্তব্যে এসব তথ্য উঠে আসে। তাদের মতে, প্রযুক্তি শিল্পে সিলিকন ভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর যে প্রভাব-প্রতিপত্তি এতো দিন ধরে ছিল, ভবিষ্যতে সেটা চলে যাবে চীনা প্রতিষ্ঠানগুলোর দখলে। এর উদাহরণ দিতে গিয়ে জনপ্রিয় চীনা অ্যাপ টিকটকের কথা উল্লেখ করা হয়।

চীনা ফার্ম বাইটডান্সের তৈরি করা টিকটক সিলিকন ভ্যালির বড় বড় হর্তাকর্তাদেরও ঘুম হারাম করে দিয়েছে। সোশ্যাল প্লাটফর্মের নীতিনির্ধারকরা টিকটিককে আদর্শ উদাহরণ বা দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছে।

Techshohor Youtube

বিশ্বজুড়ে টিকটকের সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৬৯০ মিলিয়ন, এর মধ্যে ১০০ মিলিয়ন যুক্তরাষ্ট্রের আর ১০০ মিলিয়ন ইউরোপের।

নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রনিংগেনের সহকারী অধ্যাপক জিয়ান লিনের মতে, টিকটকের উপস্থাপনের গুরুত্বপূর্ণ একটি দিক হলো, এটি নিজেদের চীনা বা স্থানীয় অ্যাপ হিসেবে উপস্থাপন করে না; বরং (উন্নত সাজসজ্জা আর ফিচারে) বৈশ্বিক সার্বজনীন অ্যাপ হিসেবেই নিজেদের তুলে ধরে।

সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ২১/২০২০/১৯২৮

*

*

আরও পড়ুন