Techno Header Top and Before feature image

কক্ষ তাপমাত্রায় মিনিটেই তৈরি হচ্ছে হীরা

ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: মিনিটের মধ্যে কক্ষ তাপমাত্রাতেই কার্বনকে হীরায় রূপান্তরে সক্ষম হয়েছেন গবেষকরা। কার্বনের উপর প্রবল চাপ প্রয়োগ করে হীরা তৈরিতে এই সাফল্য পাওয়া গেছে। এর জন্য প্রয়োজন হয়নি কোনও তাপ। সম্প্রতি এমন সাফল্যের খবর জানিয়েছে অস্ট্রেলিয়ার একদল বৈজ্ঞানিক।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও আরএমআইটি ইউনিভার্সিটি অব মেলবোর্নের গবেষকদের সমন্বয় গঠিত এই দলটি সিনথেটিক হীরা তৈরির সম্পূর্ণ নতুন এই পদ্ধতি আবিষ্কার করেন। পদ্ধতিটিতে কার্বন গুড়োর উপর ৬৪০টি আফ্রিকান হাতির ওজনের সমান চাপ প্রয়োগ করলে কার্বন গুড়া হীরায় পরিণত হয়।

নতুন পদ্ধতিতে উৎপাদিত হীরা গহনা ও শিল্পক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে গবেষকরা।

সিনথেটিক ডায়মন্ডের ধারনা এই প্রথম নয়। ১৯৪০ সাল থেকেই বিভিন্ন পদ্ধতিতে সিনথেটিক ডায়মন্ড তৈরি করা হচ্ছে। অতি উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে কার্বনকে পুড়িয়ে কৃত্রিম উপায়ে হীরা তৈরি করা হতো। নতুন এই পদ্ধতিতে তাপশক্তির ব্যবহার নেই বললেই চলে। সেই সঙ্গে সময়ও কমে এসেছে কয়েক ঘণ্টা থেকে কয়েক মিনিটে। তাই ধারনা করা হচ্ছে, সামনের দিনগুলোতে সিনথেটিক হীরার দাম আরও কমতে পারে।

উল্লেখ্য, প্রাকৃতিকভাবে সাধারণত হীরা পাওয়া যায় ভূমি থেকে ১৫০ কিলোমিটার গভীরে। শত কোটি বছর ধরে ভূ-গর্ভে হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন পুড়ে হীরায় পরিণত হয়েছে। এই জন্য প্রাকৃতিক হীরা দুর্লভ এবং অনেক বেশি ব্যায়বহুল।

সিএনএন অবলম্বনে এমআর/নভে ২০/২০২০/২১১২

*

*

আরও পড়ুন