![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ৫ বছরের পুরনো সেটে ওভার দ্য এয়ার (ওটিএ) আপডেট এনে রীতিমতো চমকে দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি নোট ৫, গ্যালাক্সি এস৬-এর মতো ওই সময়কার দামি সেটগুলোকে এই আপডেট (ফার্মওয়্যার ভার্সন : N920SKSS2DTJ2, G92xSKSS3ETJ1 ও G928SKSS3DTJ3) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
সাধারণত অ্যানড্রয়েড অরিজিনাল ইকুইপমেন্ট মেনুফেকচার (ওইএম) বা অরিজিনাল অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর অনুমোদিত মোবাইল নির্মাতারা তাদের পুরনো সেগুলোকে ওটিআর আপডেট দেয় না। কিন্তু স্যামসাংই এর ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলো।তবে এই আপডেটে কী কী থাকছে, তা স্পষ্ট না। ওটিএ পদ্ধতিতে নির্মাতা প্রতিষ্ঠানগুলো সাধারণত ওএস, সিকিউরিটি পাচ, বাগ ফিক্স, ফিচার ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে আপডেট পাঠায়।
স্যামসাংয়ের অফিসিয়াল ব্লগ ও কমিউনিটি প্লাটফর্মে বলা হয়, ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার পুরনো স্যামসাং গ্রাহকরা এ আপডেট পেতে শুরু করেছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলের গ্রাহকরাও আপডেট পাবেন।
সূত্র : ইন্টারনেট/টিআর/নভেম্বর ২০/২০২০/১১০৭
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি