![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্ব বাজারে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে ফাইভজি ফোন। এই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা।
গত আগস্টে ফোনটি উন্মোচন করা হয়। এরপরের মাসে সবচেয়ে বেশি বিক্রিত ফাইভজি ফোনের তালিকায় জায়গা করে নেয় নোট ২০ আল্ট্রা।
কাউন্টারপয়েন্ট রিসার্চের বাজার বিশ্লেষণ অনুযায়ী, ফাইভজি বাজারের ৫ শতাংশ দখলে রেখেছে ফোনটি।
এছাড়াও, শীর্ষে ১০ ফাইভজি ফোনের তালিকায় স্যামসাংয়ের ৩টি ফোন রয়েছে। গ্যালাক্সি এস২০ প্লাস আছে চতুর্থ স্থানে। গ্যালাক্সি নোট ২০ মডেলটি আছে তালিকার অষ্টম স্থানে।
৪.৫ শতাংশ শেয়ার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে হুয়াওয়ে পি৪০ প্রো এবং ৪.৩ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে আছে হুয়াওয়ে নোভা ৭।
তবে নভেম্বর মাসের হিসাব আলাদা হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ আইফোন ১২ সিরিজের মডেলগুলো তালিকায় এবার স্থান পাবে।
অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আগামী বছরের শুরু গ্যালাক্সি ২১ সিরিজ বাজারে আনবে স্যামসাং। এ সিরিজের মডেলগুলোর মধ্যে থাকবে গ্যালাক্সি এস২১, গ্যালাক্সিএস২১ প্লাস ও গ্যালাক্সি ২১ আল্ট্রা।
স্যামমোবাইল অবলম্বনে এজেড/ নভেম্বর ২০/২০২০/১০৩৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি