ধাক্কা মোবাইল ইন্টারনেটে, ব্রডব্যান্ড বহাল তবিয়তে

Grameenphone-3GInternet-Packages-techshhor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমে গেছে ৩ লাখ ৭২ হাজার। টানা পাঁচ মাস বৃদ্ধি পর এই ধাক্কা।

সেখানে আগের হিসাবে স্থিতিশীল রয়েছে ব্রডব্যান্ড ব্যবহারকারী।

বিটিআরসির সর্বশেষ হিসেবে অক্টোবরে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২১ লাখ ৬ হাজার।  সেপ্টেম্বরে যা ছিলো ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার।

Techshohor Youtube

অন্যদিকে অক্টোবরে এসে সেপ্টেম্বরের ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৮৬ লাখ ৫৬ হাজার হতে বাড়েওনি আবার কমেওনি।

করোনার শুরুতে মার্চে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার, এপ্রিলে ৯ কোটি ৩১ লাখ ১ হাজার, মে মাসে ৯ কোটি ৪০ লাখ ২৮ হাজার, জুনে ৯ কোটি ৪৯ লাখ ৫ হাজার, জুলাইয়ে ৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার এবং আগস্টে ছিল ৯ কোটি ৯৬ লাখ ১৮ হাজার সংযোগ।

ব্রডব্যান্ডে মার্চে ছিলো ৮০ লাখ ৮৪ হাজার, এপ্রিলে  ও মে মাসে এই সংখ্যা আর বাড়েনি।

জুনে এসে এটি এক লাফে প্রায় ৬ লাখ বেড়ে হয়ে দাঁড়ায় ৮৫ লাখ ৭১ হাজার । কিন্তু আবারও জুলাই এবং আগস্ট মাসে তা আর বাড়েনি। Clenbuterol may be the right drug for you! This powerful bronchodilator can help you shed those extra pounds in a hurry. But, before you start a Clenbuterol cycle , make sure you know what you’re doing. In this blog post, we’ll discuss everything you need to know about using Clenbuterol safely and effectively. So, whether you’re a first-time user or an experienced bodybuilder, read on for more information!

এরপর সেপ্টেম্বরে এসে ব্যবহারীর সংখ্যা বাড়ে ১ লাখের মতো, দাঁড়ায় ৮৬ লাখ ৫৬ হাজার।

এডি/২০২০/নভেম্বর১৯/১৭২০

*

*

আরও পড়ুন