![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অপো এমন একটি ফোন আনার ঘোষণা দিয়েছে যা আগে কখনও দেখা যায়নি।
তাদের নতুন ফোনটি এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি। ফোনটি বাজারে আসলে সাধারণ ফোনের ভাঁজ খুলে ট্যাবলেটের আকার দেওয়া প্রযুক্তি পুরানো হয়ে যাবে।
নতুন ফোনটির নাম হবে অপো এক্স ২০২১। এটি তৈরি করা হবে এক্সপান্ডেবল রোলিং স্ক্রিন ও এআর গ্লাসের সমন্বয়ে।
অপো জানিয়েছে, ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর ফলাফলই হচ্ছে অপো এক্স ২০২১। এমনিতে ফোনটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চির। তবে ফোনটির ডান দিকে টাচ করলে তা ৭.৪ ইঞ্চির ট্যাবে পরিণত হবে।
এই ফোন কবে বাজারে আসবে তা অনিশ্চিত। আদৌ মটোরাইজড স্ক্রল প্রযুক্তিসহ ফোনটি আসবে কিনা তাও জানা যায়নি। শেষ পর্যন্ত ফোনটি কেমন রূপে আসবে তা জানতে হলে অপেক্ষায় থাকতে হবে অপো ভক্তদের।
দ্য ভার্জ ও জিএসএমএরিনা অবলম্বনে এজেড/ নভেম্বর ১৮/২০২০/১০৪৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি