Techno Header Top and Before feature image

মাসে একদিন 'ভিভো সার্ভিস ডে'

বিনামূল্যে বিক্রয় পরবর্তী সেবা দেবে ভিভো। ছবি : সংগৃহীত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার ভিভো ব্যবহারকারীরা বিনামূল্যে বিক্রয় পরবর্তী সেবা পাবেন।

এছাড়াও, ভিভোর অনুমোদিত সব সার্ভিস সেন্টারে এ দিন ১০ শতাংশ ছাড়ে মোবাইল এক্সেসরিজ কেনা যাবে। মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো জানিয়েছে বিশেষ এ সেবার নাম ‘ভিভো সার্ভিস ডে’।

এ বিষয়ে ভিভোর ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন,  ‘গ্রাহকদের বিক্রয় পরবর্তী সেবার বিষয়ে সব সময়ই গুরুত্ব দেয় ভিভো। এখন থেকে প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার ভিভো সার্ভিস ডে পালিত হবে। গ্রাহকরা ভিভোর অথোরাইজড সার্ভিস সেন্টারে গেলেই এই সুবিধা পাবেন।

১৯ নভেম্বর থেকে এই ‘ভিভো সার্ভিস ডে’ পালিত হবে। বিনামূল্যে সেবাগুলোর মধ্যে থাকবে ফ্রি পেস্টিং অব প্রটেক্টিং ফিল্ম, ফ্রি সফটওয়্যার আপগ্রেডের সেবা। স্মার্টফোনের চার্জার, ডাটা ক্যাবল ও ইয়ারফোন কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এজেড/ নভেম্বর ১৮/২০২০/১০.০৭

*

*

আরও পড়ুন