অনলাইনে ফার্মাসি চালু অ্যামাজনের

ওষুধ ডেলিভারি দেবে অ্যামাজন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে এবার ফার্মাসি চালু করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

অ্যামাজনের প্রিমিয়াম ক্যাটেগরির ক্রেতারা প্রথম দুই ডেলিভারি ফ্রি পাবেন। সাধারণ ওষুধে ৮০ শতাংশ পর্যন্ত ও ডাক্তারের প্রেসক্রাইব করা ব্র্যান্ডের ওষুধে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

ওষুধ কেনার আগে ক্রেতাকে স্বাস্থ্য সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে। যেমন কোনো নারী গর্ভবতী হলে তাকে সেটা জানাতে হবে। এছাড়াও, লিঙ্গ, বয়স ও বিমা সংক্রান্ত তথ্য দিতে হবে।

Techshohor Youtube

অ্যামাজনের ফার্মাসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট টিজে পার্কার জানিয়েছেন, প্রেসক্রিপশন বোঝানো, সর্বনিম্ম দামের মধ্যে অর্ডার করা ও দ্রুত ডেলিভারি দেওয়ার মতো জটিল বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ডাক্তাররা চাইলেও সরাসরি অ্যামাজনের ফার্মাসিতেও প্রেসক্রিপশন পাঠাতে পারবেন।

দীর্ঘ ২ বছরের পরিকল্পনার ফল অ্যামাজন ফার্মাসি। ২০১৮ সালে তারা পিলপ্যাক নামের একটি অনলাইন ফামার্স কিনে নেয়। এতে ব্যয় হয় ৭৫৩ মিলিয়ন ডলার। অ্যামাজন জানিয়েছে, ক্রেতাদের দেওয়া তথ্য আলাদাভাবে সংরক্ষণ করা হবে। বিজ্ঞাপনদাতারা এর নাগাল পাবে না।

তবে এই কথায় খুব একটা ভরসা করতে পারেননি অ্যামাজনের সাবেক এক্সিকিউটিভ জেমস থমসন। তার মতে, অ্যামাজন এই ডেটা নিয়ে ক্রেতাদেরকে জিমের সরঞ্জাম, নির্দিষ্ট খাবার ও হেলথ কেয়ার পণ্যের বিজ্ঞাপন দেখাবে।

বিবিসি অবলম্বনে এজেড/ নভেম্বর ১৮/২০২০/১১১০

আরও পড়ুন –

নকল পণ্য বিক্রিতে ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে অ্যামাজনের মামলা

ক্যাশলেস পেইমেন্ট : হাতের ছাপ নেবে অ্যামাজন

লাইসেন্সহীন পণ্য, তবু বিক্রি বেড়েছে অ্যামাজনে

মেয়াদোত্তীর্ণ খাদ্য সরবরাহ করছে অ্যামাজন!

*

*

আরও পড়ুন