২০৩০ থেকে পেট্রল ও ডিজেলচালিত গাড়ি চলবে না যুক্তরাজ্যে

দূষণ কমাতে নিষিদ্ধ হচ্ছে ডিজেল চালিত গাড়ি। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাজ্য সরকার ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নির্গমণ শূন্যতে নামিয়ে আনতে চায়।

এ লক্ষ্যমাত্রা পূরণে এক দশকের মধ্যে পেট্রল ও ডিজেল চালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রথমে ব্রিটেনের পরিকল্পনা ছিলো ২০৪০ সালের মধ্যে রাস্তা থেকে সব ডিজেল ও পেট্রল চালিত গাড়ি সরানো হবে। পরে গত ফেব্রুয়ারিতে ৫ বছর সময় এগিয়ে নেন বরিস জনসন। এবার আরও ৫ বছর এগিয়ে নিয়ে ২০৩০ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এনভারয়নমেন্ট পলিসি উইকে এ ব্যাপারে তিনি ঘোষণা দেবেন।

Techshohor Youtube

তবে হাইব্রিড গাড়ি আরও ৫ বছর রাস্তায় চালানো যাবে। অর্থাৎ ২০৩৫ পর্যন্ত বিক্রি হবে হাইব্রিড গাড়ি। আশা করা হচ্ছে, ডিজেল, পেট্রল চালিত ও হাইব্রিড গাড়ি নিষিদ্ধ হলে ইলেক্ট্রিক ব্যাটারি চালিত গাড়ির বিশাল বাজার তৈরি হবে।

চার্জিং ডক তৈরির জন্য আগামী বছর থেকে ৫০০ মিলিয়ন পাউন্ডের ফান্ড গঠন করবে যুক্তরাজ্য সরকার।

দ্য গার্ডিয়ান অবলম্বনে এজেড/ নভেম্বর ১৭/২০২০/১৮

আরও পড়ুন –

৪০ বছরের মধ্যে কার্বন-জিরো হবে চীন, কীভাবে?

কার্বন নিঃসরণ কমাতে ক্লাইমেট ক্লক তৈরি

জ্বালানী তৈরি হবে পাতা থেকে!

জলবায়ু রক্ষায় অভিনব উদ্যোগ

*

*

আরও পড়ুন