![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হেয় করে এমন অনেক মিম ও পোস্ট সরিয়েছে ফেইসবুক।
কমলা হ্যারিসকে নিয়ে অপপ্রচার ছড়ায় এমন কয়েকটি পেইজের বিষয়ে বিবিসি নিউজ অ্যালার্ট প্রদান করলে ফেইসবুক এই পদক্ষেপ নেয়।
মুষ্ঠিমেয় কয়েক হাজার মানুষের দুটি পেইজ থেকে লিঙ্গভিত্তিক কুরূচিপূর্ণ এসব পোস্ট, মিম ও ছবি ছড়ানো হয় বলে জানা গেছে। তবে, ফেইসবুক পেইজ ও গ্রুপের বিষয়ে পদক্ষেপ না নিয়ে পোস্টগুলো সরিয়ে দেয়।
মিডিয়া ম্যাটার্সের প্রেসিডেন্ট অ্যাংলো কারুসনের মতে, ফেইসবুক এই পোস্টগুলো সরিয়েছে কেবল বিবিসির তরফ থেকে সনাক্ত করার পরে। অর্থাৎ, ফেইসবুকের অ্যালগরিদম এসব পোস্টের বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে ন্যূনতম ব্যবস্থা নিতেও অক্ষম প্রতীয়মান হচ্ছে।
তিনি আরও বলেন, শনাক্ত করার দিক থেকে সবচেয়ে সহজ পোস্টগুলোও শনাক্ত করতে পারছে না ফেইসবুক।
‘স্টপ হেট ফর প্রফিট’ ক্যাম্পেইনের রিশাদ রবিনসন মনে করেন, ঘৃণা ছড়ানো মানুষদের ছাড় দিতে ফেইসবুকের কিছু অ্যালগরিদমই আছে।
বিবিসি অবলম্বনে এমআর/নভে ১৭/২০২০/১২০০
আরও পড়ুন –
নির্বাচন কাছে আসছে, ভুয়া খবরও বাড়ছে
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি