![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসছে অ্যাপলের নতুন এয়ারপড। অ্যাপলের এয়ারপড এমনিতেই বাজারে বেশ জনপ্রিয়। এ অবস্থায় সামনে বাজারে আনা নতুন এই হেডফোনটি দেখতে কেমন হবে, তা নিয়েই যখন জল্পনা-কল্পনা; তখনই ঘটলো বিরাট কাণ্ড।
অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ১৪.৩-এর বেটা সংস্করণে আভ্যন্তরীণ সিস্টেম ফাইলে নতুন এয়ারপডের ডিজাইন ইলাস্ট্রেশন বা লুক ফাঁস হয়ে গেছে। ভুলবশত এমনটি হয়েছে বলে মনে করা হচ্ছে।
টেলিকম বিষয়ক সাইট নাইন টু ম্যাক জানায়, এই ডিজাইনটিই চূড়ান্ত আর নতুন এই এয়ারপড বাজারে আসবে ২০২১ সালের শুরুর দিকে।
ডিজাইনটি আগের এয়ারপডগুলো থেকে অনেকটাই ভিন্ন। স্বতন্ত্র মৌলিক ডিজাইনে করা হয়েছে এটি। ডিজাইন দেখে সহজেই অনুমান করা যাচ্ছে- হেডফোনের দুই পাশে সহজেই ওপরে-নিচে নাড়ানোর সুবিধা রাখা হয়েছে। যাতে ব্যবহারকারীদের দুই কানে সহনীয় অবস্থায় থাকে আর আরামদায়ক মনে হয়।
সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ১৬/২০২০/২৩৩৮
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি