![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রতি বছর যে ভিডিওগুলো জনপ্রিয়তা সেগুলো নিয়ে ডিসেম্বরে তৈরি হয় ‘রিওয়াইন্ড’ ভিডিও।
ইউটিউবের অফিশিয়াল চ্যানেল থেকে এই ভিডিও ২০১০ সাল থেকেই প্রকাশিত হয়ে আসছে। তবে এ বছরটা ব্যতিক্রম। মহামারীর চলতি বছর কারণে ‘রিওয়াইন্ড’ ভিডিও বের করা যথার্থ বলে মনে করছে না ইউটিউব।
‘রিওয়াইন্ড’ ভিডিও ইউটিউব ভক্তদের আলোচনায় থাকে ঠিকই। কিন্তু প্রতি বছরই যে জনপ্রিয় হয় তা নয়। ২০১৮ সালের ভিডিওটির ডিসলাইক সংখ্যা ছিলো ১৮ মিলিয়ন। লাইক পড়েছিল ২.৯ মিলিয়ন।
ফলে ২০১৯ সালের রিওয়াইন্ড ভিডিও তৈরির জন্য নতুন নিয়ম চালু করেছিল ইউটিউব। এই নিয়ম অনুযায়ী, লাইকের উপর ভিত্তি করে ‘রিওয়াইন্ড’ ভিডিওতে জায়গা পান ইউটিউবাররা।
এ বছর আয়োজনটি বাতিল হওয়া প্রসঙ্গ বিষয়ে সাংবাদিক ক্রিস ওয়াকার বলেন, বিনোদনের অন্যতম প্রধান উৎস এখন ইউটিউব। তাই রিওয়াইন্ড ভিডিও তৈরির না করাটা ইউটিউবের জন্য লজ্জাজনক। তবে এটাও ঠিক, ইউটিউবে এবছর নতুন কিছু তেমন পাওয়া যায়নি। ট্রেন্ড সেট করার দিক দিয়ে সফল হয়েছে টিকটক।
আরও পড়ুন –
একটি ডট জুড়ে দিলেই ইউটিউব চলবে বিজ্ঞাপনহীন
৩৫ কোটি ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ব্যবহারকারীর ডেটা ডার্ক ওয়েবে!
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি