আরএনএন ভ্যাকসিন প্রিন্ট করবে টেসলা

ফ্যাক্টরি। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা এবার ভ্যাকসিন উৎপাদন করবে। এই ভ্যাকসিন তৈরি হবে প্রিন্টারে।

জার্মানির বায়টেক ফার্ম কিওরভ্যাকের ম্যানুফ্যাকচারিং পার্টনার হিসেবে কাজ করছে টেসলা। তবে করোনাভাইরাস আসার পর কিওরভ্যাকে বিনিয়োগ করেনি টেসলা। গত বছরই তারা ফার্মটির সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। চলতি বছর মহামারি ছড়ানোর পর তারা জানায়, আরএনএ প্রযুক্তির উপর ভিত্তি করে কোভিড-১৯ রোগের ভ্যাকসিন উৎপাদন করা হবে। আরও জানানো হয়, কিওরভ্যাকের জন্য আরএনএ মাইক্রো-ফ্যাক্টরি বানানো হবে।

এ বিষয়ে টেসলা সিইও ইলন মাস্ক বলেন, পণ্যটি সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তবে টেসলার জন্য লাভজনক কিছু নয়।

Techshohor Youtube

ভ্যাকসিন তৈরি করে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছানো অনেক কঠিন ব্যাপার। একারণেই টেসলার সহায়তা নিয়েছে জার্মানভিত্তিক কিওরভ্যাক। উৎপাদনে সহায়তা করতে মাইক্রো ফ্যাক্টরিগুলো তৈরি করছে টেসলা।

আপাতত ভ্যাকসিনটির ভার্সন ৩ লেভেলের কাজ চলছে। আরএনএ ভ্যাকসিন অনেক বড় পরিসরে সহজে উৎপাদন করা যায়। প্রচলিত ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না।

ইলেক্ট্রেক ও টেসলারাতি অবলম্বনে এজেড/ নভেম্বর ১১/২০২০/১৩১৫

*

*

আরও পড়ুন