![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবি জুম করে তোলার জন্য স্মার্টফোনে আলাদা ক্যামেরা লেন্স সেট করা যায়। মান ভেদে এগুলোর দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে আগামী বছরগুলোতে এসব লেন্সের আর প্রয়োজন পড়বে না। কারণ ক্যামেরার মধ্যেই টেলিস্কোপিক লেন্স আনছে শাওমি।
শাওমির উইবো পোস্ট থেকে জানা গেছে, লেন্সটিতে থাকবে সুপার লার্জ অ্যাপারচার। ফলে আলো ঢুকবে ৩০০ শতাংশ বেশি। ফলে ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির উন্নতি ঘটবে ২০ শতাংশ। অ্যাপরচারের এফ নম্বর সম্পর্কে এখনও কিছু জানায়নি শাওমি।
ক্যামেরার ভেতর থেকেই লেন্স বের হয়ে জুম ইন-জুম আউট হবে। লেন্স হাতে ঘুরিয়ে জুম করা যাবে কিনা তাও জানা যায়নি।
এখনকার ফোনে টেলিফটো লেন্স, আল্ট্রা ওয়াইড লেন্স, ওয়াইড লেন্স আলাদাভাবে থাকে। টেলিস্কোপিক লেন্স যুক্ত হলে এতগুলোর প্রয়োজন হবে না। শুধু একটি লেন্সেই কাজ হবে।
কবে নাগাদ ফোনটি বাজারে আসতে পারে তা এখনও জানা যায়নি।
অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে এজেড/ নভেম্বর ৭/২০২০/১১৩২
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি