![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নির্বাচনে চুরি করার অভিযোগ এনে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটে তিনি বলেছেন, রিপাবলিকানরাই এগিয়ে কিন্তু তারা (ডেমোক্রেট) নির্বাচনে চুরি করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি ট্রাম্প। ফলে বিভ্রান্তিকর টুইট হিসেবে এর উপর ফ্ল্যাগ বসিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার।
৩ নভেম্বরের নির্বাচনে এখন চলছে ভোটগণনা পর্ব। অচিরেই জানা যাবে জয়ী প্রার্থীর নাম। ফলাফলে এগিয়ে থাকায় রিপাবলিকান দলের প্রার্থী জো বাইডেন জানিয়েছেন, তারা জয়ের পথে আছেন। এ মন্তব্যের পরই ডেমোক্রেটদের বিরুদ্ধে নির্বাচনে চুরি করার অভিযোগ আনেন ট্রাম্প।
এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কমিউনিকেশন ডিরেক্টর বলেন, সিলিকন ভ্যালি প্রেসিডেন্টের বক্তব্যে হস্তক্ষেপ ও তাকে চুপ করিয়ে রাখার মিশন অব্যাহত রেখেছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টির ফলাফল ঘোষিত হয়েছে। রিপাবলিকান দলের ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট। প্রেসিডেন্ট হতে গেলে অন্তত ২৭০টি ভোট পেতে হবে।
এজেড/ নভেম্বর ০৪/২০২০/১৪৪০
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফেইসবুক-টুইটারের ভূমিকায় অসন্তুষ্টি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি