![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাভেন অটোস বাংলাদেশের গাড়ি এখন ইভ্যালিতে কিনতে পারবেন গ্রাহকেরা। বিশেষ অফারের আওতায় গাড়ির মোট মূল্যের ওপর ২০ শতাংশ মূল্যছাড় এবং ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালি কার্যালয়ে ম্যাভেন অটোসের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ম্যাভেন অটোসের স্বত্বাধিকারী আশফাক ইবনে আব্দুল আওয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ম্যাভেন অটোসের আমদানি করা টয়োটা, হোন্ডা ও মাজদার বিভিন্ন মডেলসহ অন্যান্য ব্র্যান্ডের গাড়ি কেনা যাবে ইভ্যালিতে। মূল্যছাড়ের পাশাপাশি পরবর্তীতে ইভ্যালি থেকে সাধারণ কেনাকাটায় ক্যাশব্যাক পাওয়া ব্যালেন্স ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
এবিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, সাধারণ মানুষের বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকেরা যেন সাশ্রয়ী মূল্যে একটি গাড়ি কিনতে পারেন সেজন্য ম্যাভেন অটোসের সাথে একত্রে আমরা এ ক্যাম্পেইনটি এনেছি। আশা করছি এর দ্বারা গ্রাহকেরা উপকৃত হবেন।
এজেড/ নভেম্বর ০৩/২০২০/২০.৪৫
আরও পড়ুন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি