অ্যাপলের আরও একটি ইভেন্ট বাকি

অ্যাপলের তৃতীয় ইভেন্ট ১০ নভেম্বর। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরে তৃতীয় বারের মতো অনলাইন ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। ১০ নভেম্বরের ইভেন্টটির জন্য ইতোমধ্যে সংবাদ মাধ্যমের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে তারা।

ইভেন্টের ট্যাগলাইনের লেখা ‘ওয়ান মোর থিং’। অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস ইভেন্ট শেষে কথাটি বলে চমকপ্রদ কিছু ঘোষণা দিতেন।

ধারণা করা হচ্ছে, ‘ওয়ান মোর থিং’ হিসেবে সিলিকন-ভিত্তিক ম্যাক কম্পিউটারের ঘোষণা দেবে অ্যাপল। গত জুনে অ্যাপল জানায়, ইন্টেলের পরিবর্তে তারা নিজেরাই এআরএম ভিত্তিক সিলিকন চিপ তৈরি করবে। এই চিপ হার্ডওয়্যার ও সফটওয়্যারে সমন্বয় আনার মাধ্যমে ম্যাকের পারফর্মেন্সে আরও গতি আনবে।

Techshohor Youtube

তবে ম্যাকবুক এয়ার নাকি ১২/১৪ ইঞ্চি ম্যাকবুক সংস্করণের ঘোষণা আসবে তা জানা যায়নি। ২৪ ইঞ্চির আইম্যাক নিয়েও হাজির হতে পারে অ্যাপল।

ম্যাক কম্পিউটারের পাশাপাশি এয়ারট্যাগস ও এয়ারপডস স্টুডিওর ঘোষণা দিতে পারে তারা।

এআরএস টেকনিকা অবলম্বনে এজেড/নভেম্বর ০৩/২০২০/৯.৫৮

আরও পড়ুন –

পুরানো পণ্য ভাঙার বদলে বিক্রি, অ্যাপলের মামলা

অ্যাপলের ইভেন্টে যেসব ঘোষণা আসতে পারে

কেনো ফোল্ডবল ফোনের বাজারে অনুপস্থিত অ্যাপল?

*

*

আরও পড়ুন