![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যারা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তাদের জন্য খবরটি আঁতকে উঠার মতোই। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে সফটওয়্যার জনিত ত্রুটি সনাক্ত করেছে গুগলের প্রজেক্ট জিরো টিম।
জিরো টিমের কাজ হচ্ছে ‘জিরো ডে’ নিরাপত্তা বাগ খোঁজা ও এর সমাধানে কাজ করা। জিরো ডে হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা প্রোগ্রাম, যার সূত্র বা উৎস সাধারণত গোপন থাকে। জিরো টিম উইন্ডোজ ১০-এর এ ধরনের নিরাপত্তা ত্রুটি বা বাগ সনাক্ত করার পর-পরই মাইক্রোসফট কর্তৃপক্ষকে জানায়। এর সমাধানে তারা এক সপ্তাহ সময় বেঁধে দেয়। মাইক্রোসফটও ব্যাপারটি স্বীকার করেছে।
সাইবার হামলাকারী উইন্ডোজ ১০-কে লক্ষ্যবস্তু বানিয়েছে ঠিক, তবে এর মানে এই না যে সাধারণ ব্যবহারকারীরা কম্পিউটার বা সিস্টেম অকেজো হয়ে যাবে। গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের পরিচালক শ্যানে হান্টলি জানান, সাইবার হামলাকারীরা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচন কার্যক্রমের সিস্টেমকে লক্ষবস্তু বানায়নি, এটা অন্তত খুশির খবর। এছাড়া এটি এখনো সীমিত পরিসরে আছে, ব্যাপকভাবে হয়নি।
সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ৩/২০২০/০৪১০
আরও পড়ুন –
উইন্ডোজ ১০-এর আপডেটে নেই ফ্ল্যাশ প্লেয়ার
উইন্ডোজ ১০ এর নতুন আপডেটে ত্রুটি : রিস্টার্স্ট নিচ্ছে পিসি
উইন্ডোজ ১০ এর আপডেটের কারণে প্রিন্টারে ত্রুটি
উইন্ডোজ ১০ আপডেটে ত্রুটির কারণে বন্ধ হতে পারে ইন্টারনেট সংযোগ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি