শুধু টেলিটকের সংযোগই কমছে

teletalk-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাসের পর মাস টানা সংযোগ কমেই চলেছে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের।

যেখানে অন্য তিন বেসরকারি অপারেটরের সংযোগ বাড়ছে।

সর্বশেষ পাঁচ মাসের হিসাবে দেখা যায়, মে’তে টেলিটকের সংযোগ ছিল ৪৮ লাখ ৭৩ হাজার আর সেপ্টেম্বরে এসে তা আড়াই লাখ কমে হয়েছে ৪৬ লাখ ১২ হাজার। 

Techshohor Youtube

এরমধ্যে জুনে ছিল ৪৭ লাখ ৫৭ হাজার, জুলাইয়ে ৪৬ লাখ ৮১ হাজার ও আগস্টে ৪৬ লাখ ৫৫ হাজার সংযোগ। 

অন্যদিকে সেপ্টেম্বরে গ্রামীণফোনের রয়েছে ৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার সংযোগ, রবির ৫ কোটি ১  লাখ ২৬ হাজার এবং বাংলালিংকের ৩ কোটি ৪৭ লাখ ৭৮  হাজার।

আগস্টে দেখা যায় গ্রামীণফোন ৭ কোটি ৭০ লাখ ১১ হাজার, রবি ৪ কোটি ৯৭ লাখ ৮৪ হাজার এবং বাংলালিংকের ৩ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার সংযোগ।

জুলাইতে গ্রামীণফোন ৭ কোটি ৬০ লাখ ৮৪ হাজার, রবি ৪ কোটি ৯১ লাখ এবং বাংলালিংকের ৩ কোটি ৪৪ লাখ ১৭ হাজার।

জুন মাসে গ্রামীণফোন  ৭ কোটি ৪৫ লাখ ৮১ হাজার, রবি ৪ কোটি ৭৯  লাখ ৭৭  হাজার এবং বাংলালিংকের৩ কোটি ৪০ লাখ ৩০ হাজার সংযোগ।

আর মে মাসে গ্রামীণফোন ৭ কোটি ৪২ লাখ ৬০ হাজার, রবি ৪ কোটি ৮০ লাখ ৩২ হাজার এবং বাংলালিংক ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার সংযোগে ছিলো।

হিসাব বলছে শুধু মে হতে জুন মাসে রবির সংযোগ খানিকটা কমা ছাড়া প্রতি মাসেই বেসরকারি  সব অপারেটরের সংযোগ বেড়েছে।

এডি/২০২০/নভেম্বর০২/১৯০০

আরও পড়ুন –

দেশে মোবাইল সংযোগ ১৬ কোটি ৭১ লাখ

টেলিটকের ৩২৭৯ কোটি টাকার প্রকল্প ফেরত

*

*

আরও পড়ুন