![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা বহুজাতিক চেইন হোটেল ম্যারিয়টকে ১৮.৪ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।
দ্য ইনফরমেশন কমিশনার’স অফিস (আইসিও) থেকে বলা হয়, দুর্বল ডেটা নিরাপত্তা ব্যবস্থার কারণে সাইবার আক্রমনে হোটেলটির ৩৩৯ জনের মতো অতিথির তথ্য বেহাত হয়েছে। এসব তথ্যের মধ্যে আছে অতিথিদের নাম, যোগাযোগের তথ্য ও পাসপোর্টের বিস্তারিত। এছাড়া, হোটেলটির সিস্টেমে যুক্তরাজ্যের ৭০ লাখ অতিথিদের তথ্য সুরক্ষায়ও নিরাপত্তার ঘাটতি পাওয়া গেছে।
আইসিও জানায়, হোটেল কর্তৃপক্ষ তথ্য সুরক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, যদিও তারা এ অবস্থার উন্নতি করবে বলে নিশ্চয়তা দিয়েছে।
এর আগে ২০১৪ সালে ম্যারিয়ট হোটেলের আয়ত্তাধীন স্টারউড হোটেলের সিস্টেম সাইবার হামলায় শিকার হয়। এর পরও ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ২০১৮ সাল পর্যন্ত ৪ বছরে কয়েক দফা তথ্য বেহাতের ঘটনা ঘটেছে।
সূত্র : ইন্টারনেট, টিআর/নভেম্বর ২/২০২০/১২০৫
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি