![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আর ক’দিন পরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের প্রচারণা তুঙ্গে। ঠিক এই মুহূর্তে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত অফিসিয়াল ওয়েবসাইটটি দখলে নিয়ে নেয় অজ্ঞাত হ্যাকাররা।
হ্যাকাররা নির্বাচনী সাইট হ্যাক করেই ক্ষান্ত হয়নি। ট্রাম্প প্রশাসন ও করোনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেবে বলেও তারা হ্যাক করা সাইটে হুমকিমূলক বার্তা দেয়। হ্যকারদের বার্তায় উল্লেখ করা হয়, “ট্রাম্প প্রতিনিয়ত বিশ্বকে বিভ্রান্তিমূলক বার্তা দিচ্ছে। এখন সময় হয়েছে আসল সত্যটা জানার।”
তবে সাইটটি বেশিক্ষণ দখলে রাখতে পারেনি হ্যাকাররা। হ্যাকের কয়েক ঘণ্টার মধ্যে সাইটটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়া হয় বলে নিশ্চিত করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের পরিচালক টিম মারতাঘ। তিনি আরো জানান, হ্যাকারের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হয়নি। কারা এ কাজটি করেছেন- বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সূত্র : ইন্টারনেট, টিআর/অক্টোবর ৩১/২০২০/২৩৫০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি