![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বান্দরবান ও সাজেকের ৬টি দুর্গম এলাকায় চালু হতে যাচ্ছে টেলিমেডিসিন সেবা।
ট্যুর ফর সোশাল গুডস’ প্রোগ্রামের আওতায় এই সেবা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে পলক বলেন, সরকার, শিল্পখাত ও প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব না হলে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে উঠবে না।
‘নতুন উদ্যোগে বিনিয়োগ ঝুঁকি বেশি, এতে সফলতার হার ১০ শতাংশের কম। কিন্তু সফল ১০ শতাংশই আবার ৯০ শতাংশের ক্ষতি তুলে আনে’ বলছিলেন তিনি।
বক্তব্যে প্রতিমন্ত্রী বাংলাদেশের ডিজিটাল ভিশন বাস্তবায়নে নানা সফল কার্যক্রমের কথা তুলে ধরেন।
তথ্যপ্রযুক্তি বিভাগের পরামর্শে তুরস্ক দূতাবাস এবং ব্লাডম্যান যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, রবির সিইও ও এমডি মাহতাব উদ্দিন আহমেদ, ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, এটুআইয়ের রুরাল ই-কমার্স টিম লিডার রেজওয়ানুল হক জামিসহ দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি