টেলিমেডিসিন সেবা যাচ্ছে দুর্গম এলাকায়

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বান্দরবান ও সাজেকের ৬টি দুর্গম এলাকায় চালু হতে যাচ্ছে টেলিমেডিসিন সেবা।

ট্যুর ফর সোশাল গুডস’ প্রোগ্রামের আওতায় এই সেবা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Techshohor Youtube

অনুষ্ঠানে পলক বলেন, সরকার, শিল্পখাত ও প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব না হলে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে উঠবে না।

‘নতুন উদ্যোগে বিনিয়োগ ঝুঁকি বেশি, এতে সফলতার হার ১০ শতাংশের কম। কিন্তু সফল ১০ শতাংশই আবার ৯০ শতাংশের ক্ষতি তুলে আনে’ বলছিলেন তিনি।

বক্তব্যে প্রতিমন্ত্রী বাংলাদেশের ডিজিটাল ভিশন বাস্তবায়নে নানা সফল কার্যক্রমের কথা তুলে ধরেন।

তথ্যপ্রযুক্তি বিভাগের পরামর্শে তুরস্ক দূতাবাস এবং ব্লাডম্যান যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

বান্দরবান ও সাজেকের চিহ্নিত ৬টি দুর্গম এলাকায় হেলথ ক্যাম্প এবং ফ্রি মেডিসিন সরবরাহ করা হবে। এতে সেফ ট্রাভেলকে উৎসাহিত করে তরুণদের সামাজিক কার্যক্রমে যুক্ত করা হবে।
এই উদ্যোগে ইমপ্যাক্ট অংশীদার হিসেবে যুক্ত থাকছে মোবাইল ফোন অপারেটর রবি।

অনুষ্ঠানে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, রবির সিইও ও এমডি মাহতাব উদ্দিন আহমেদ, ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, এটুআইয়ের রুরাল ই-কমার্স টিম লিডার রেজওয়ানুল হক জামিসহ দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

*

*

আরও পড়ুন