![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি জনপ্রিয় অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর নতুন আপডেট অবমুক্ত হয়েছে। এই আপডেট দেওয়ার পরই ব্যবহারকারীরা খেয়াল করে দেখেছেন, ‘অ্যাডোবি ফ্ল্যাশ’ উধাও হয়ে গেছে! ব্যাপারটাকে কারিগরি ক্রুটি মনে করে অনেকেরই মনে বিভ্রান্তি কাজ করছিল। আদতে, মাইক্রোসফট ইচ্ছে করেই উইন্ডোজ ১০-এর নতুন আপডেটকে (KB4577586) ফ্ল্যাশমুক্ত করেছে। এমনটি যে হবে, তা গত সেপ্টেম্বরেই বলেছিল মাইক্রোসফট।
ফ্ল্যাশ প্লেয়ারের মতো দরকারি এই থার্ড পার্টি সফটওয়্যারটি না রাখার কারণ হলো–চলতি বছরের ডিসেম্বরে অ্যাডোবি কর্তৃক মাইক্রোসফট উইন্ডোজ ১০-কে ফ্ল্যাশ সংক্রান্ত সাপোর্ট বা সেবা দেওয়ার সময়সীমা শেষ হবে। আর মাইক্রোসফটও চাচ্ছে না এর সময়সীমা নবায়ন বা বৃদ্ধি করার।
ফ্ল্যাশ মূলত ব্রাউজার ও সংশ্লিষ্ট কিছু সেবায় সহায়ক হিসেবে ব্যবহার হয়। ফ্ল্যাশ ছাড়া ব্যবহারকারীরা কিভাবে নিরবছিন্ন সেবা পাবে, সে ব্যাপারটিও ঠিক করে রেখেছে মাইক্রোসফট।
সূত্র : ইন্টারনেট, টিআর/অক্টোবর ২৯/০৩৫০
আরও পড়ুন –
উইন্ডোজ ১০ এর নতুন আপডেটে ত্রুটি : রিস্টার্স্ট নিচ্ছে পিসি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি