স্মার্টফোনের বিশ্ববাজারে আবারও শীর্ষে স্যামসাং

গ্রাফ চিত্রে স্মার্টফোনের বাজার। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোনের বাজারে শীর্ষ স্থানে ফিরে এসেছে স্যামসাং। বর্তমানে ফোনের বাজারের মোট ২২ শতাংশ এখন স্যামসাংয়ের দখলে। ১৬ শতাংশ শেয়ার নিয়ে বাজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে।

গত এপ্রিলে হুয়াওয়ের কাছে তারা শীর্ষ স্থান হারানোর পর আগস্টে তা পুনরুদ্ধার করে স্যমসাং। গবেষণা ফার্ম কাউন্টার পয়েন্ট রিসার্চে এ তথ্য জানা গেছে।

তারা আরও জানায়, চীনা কোম্পানি শাওমির দখলে রয়েছে ১১ শতাংশ বাজার। নতুন আইফোন আসার আগ পর্যন্ত অ্যাপলের দখলে ছিলো ১২ শতাংশ বাজার। আইফোন ১২ বাজারে আসায় চলতি প্রান্তিকে অ্যাপলের বিক্রি বৃদ্ধি পেতে পারে। 

Techshohor Youtube

কাউন্টার রিসার্চের বিশ্লেষক মিনিসো কাং এর মতে, রাষ্ট্রসমূহের মধ্যে ভূরাজনৈতিক নীতিমালা এবং রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে স্মার্টফোনের বিশ্ববাজার বেশ প্রভাবিত হয়েছে। ভবিষ্যতে এই অঞ্চলগুলোতে বাজার দখলের প্রচেষ্টায় নানারকম বাণিজ্যিক প্রচারণা দেখা দেবে। ফলে, বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বীতার হারও বাড়বে বলে মনে করেন তিনি।

এজেড/ অক্টোবর ২৮/২০২০/২০.১২

*

*

আরও পড়ুন