![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি প্রতিষ্ঠান কমা এআইয়ের সিইও জর্জ হজ টেসলাকে স্বয়ংক্রিয় গাড়ির জন্য কম্পিউটার চিপ বিক্রির পরামর্শ দিয়েছেন।
তার মতে, এই বাজারে এখন একমাত্র আধিপত্য এনভিডিয়ার। তাই প্রতিযোগিতামূলক বাজার তৈরির খাতিরে টেসলার চিপ বিক্রি করা উচিত। চিপ বিক্রি করলে সেখান থেকে আয় করার পাশাপাশি ইকো সিস্টেমও গড়ে তুলতে পারবে টেসলা।
হ্যাকার হিসেবে কিশোর বয়সে খ্যাতি অর্জন করা হজ এখন দক্ষ প্রোগ্রামার। তিনি কমা এআই প্রতিষ্ঠা করে স্বয়ংক্রিয় গাড়ির জন্য লেভেল ২ ড্রাইভার অ্যাসিস্ট ফিচার তৈরির কাজ করছেন।
টেলসাও স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করে। সে হিসেবে কমা এআই ও টেসলা প্রতিদ্বন্দ্বী কোম্পানি।
স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রযুক্তির জন্য এনভিডিয়ার কাছ থেকে কম্পিউটার চিপ নেয় কমা এআই। বর্তমানে এনভিডিয়া লাভজনক কোম্পানিতে পরিণত হয়েছে। ফলে অনেক কিছুতেই তাদের পরিবর্তন এসেছে। বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন হজ।
কিছুদিন আগে পর্যন্ত টেসলাও এনভিডিয়ার চিপ ব্যবহার করতো। সম্প্রতি তারা নিজস্ব চিপ ‘হার্ডওয়্যার ৩.০ সেফল-ড্রাইভিং কম্পিউটার চিপের ব্যবহার শুরু করে।
এছাড়াও, স্বয়ংক্রিয় গাড়ির জন্য সুপার কম্পিউটার ডোজো নির্মাণ করছে তারা। এর মাধ্যমে নিউরাল নেটকে প্রশিক্ষণ দেওয়া হবে।
টেসলা সিইও ইলন মাস্ক জানিয়েছেন, নতুন ডোজো সুপার কম্পিউটার ওয়েবে মেশিন লার্নিং বিষয়ে প্রশিক্ষণ দেবে। এই সেবা বিক্রি করা হবে।
ইলেকট্রেক অবলম্বনে এজেড/ অক্টোবর ২৮/২০২০/১৩৪২
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি